করপোরেট 'নারী দিবস'এ আমার মা কই!
সকালেই ফোনে মায়ের সঙ্গে কথা হলো। ভাত চুলায় বসিয়ে বাবার সঙ্গে এক প্রস্তর ঝগড়া শেষে ফোন দিলেন। অনেকক্ষণ ধরে ক্ষোভ ঝাড়লেন। এটা খুবই চমৎকার রসায়ন যে, এই বাঙ্গালি সমাজে অধিকাংশ সন্তানরাই মায়েদের মুখে শুনতে পেরেছেন, 'জীবনে সবচেয়ে বড় ভুল ছিল, তোর বাবার সঙ্গে ঘর বাঁধা।' তবে এক অমোঘ ভালবাসায় মায়েরা সংসারগুলোকে টিকিয়ে রেখেছেন কয়েক দশক ধরে। অন্তত গেলো শতাব্দীতে যারা বেড়ে উঠেছেন, তাদের কাছে এই চিত্র মোটামুটি একই রকম।